logo
সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
 
  • হোম
  • সারাদেশ
  • বালিয়াডাঙ্গীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড

বালিয়াডাঙ্গীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড

বালিয়াডাঙ্গীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও), ০৭ আগস্ট, এবিনিউজ : আজ রবিবার রাতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ঠুমুনিয়া (উকিলটলা) গ্রামে বিয়ের অনুষ্ঠানে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হলো। জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঠুমুনিয়া (উকিলটলা) গ্রামের লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী  জগদিশ চন্দ্র সিংহের কণ্যা শিমু রানী (১৫) ও একই উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের বিশুরামের পুত্র সুপেন (২১) সাথে উভয়পক্ষ বিয়ে দেওয়ার মনস্থ করে। গতকাল রবিবার দিনভর কনের বাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠানে তিনশ লোকের খানাপিনা  চলে।
বাল্যবিবাহের খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ মান্নান কনের বাড়িতে ছুটে যান। দুই পক্ষকে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে নিয়ে আসেন। তাদের বাল্যবিবাহের কুফল সম্পর্ক অবগত করেন।  মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোন পক্ষ বিয়েতে অগ্রসর হবে না এই মর্মে একশ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা স্বাক্ষর করেন। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ মান্নান জানান, বালিয়াডাঙ্গী উপজেলাকে অবিলম্বে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে যাতে আর কোন বাল্যবিবাহ না হয়। ইউএনও’র পদক্ষেপে লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগত জানিয়েছেন।


এবিএন/রবি-২য়/সারাদেশ/মো. রমজান আলী/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত