logo
বুধবার, ১৬ আগস্ট ২০১৭
 
  • হোম
  • সারাদেশ
  • আশাশুনিতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভা

আশাশুনিতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভা

আশাশুনিতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভা

আশাশুনি (সাতক্ষীরা), ০৭ আগস্ট, এবিনিউজ : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধে অবহিতকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এডিপির সহযোগিতায় উপজেলা ইনোভেশন বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সরদার, পিআইও সেলিম খান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ ও ফারুক হোসেন লেলিনের সঞ্চালনায় সভায় প্রধান শিক্ষক দাউদ হোসেন, কামরুল ইসলাম, সুপার মাওঃ আঃ রাজ্জাক, মাওঃ ইমদাদুল হক, মাওঃ রহমত উল্লাহ, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও বুধহাটা গার্লস স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় গার্লস স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী আছমা খাতুনকে সভাপতি এবং পিংকী সানা (১০ম), উম্মে খাদিজা ও রোকসানা কবির (৯ম), মোমেনা খাতুন (৮ম), তানজিলা খাতুন (৭ম) ও রজনী খাতুন (৬ষ্ঠ শ্রেণি) কে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।


এবিএন/রবি-২য়/সারাদেশ/জি.এম মুজিবুর রহমান/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত