logo
রবিবার, ২০ আগস্ট ২০১৭
 
  • হোম
  • সারাদেশ
  • বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ আর নেই

বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ আর নেই

বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ আর নেই

হবিগঞ্জ, ০৭ আগস্ট, এবিনিউজ :  হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ইংরেজী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। আজ রবিবার দুপুরে নামাজে জানাজা শেষে তাকে সদর উপজেলার নূরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলে নৌকাভ্রমণে গিয়ে টেকেরঘাট এলাকায় হৃদরোগে আক্রান্ত হন। সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ রবিবার সকালে তার মরদেহ কলেজ প্রাঙ্গণে নিয়ে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও তিনিসহ তার প্রায় ৫০ জন বন্ধু নৌকাভ্রমণে বের হন। গত শুক্রবার তারা হবিগঞ্জের হাওরাঞ্চল ভ্রমন শেষে শনিবার সুনামগঞ্জের হাওরাঞ্চল ভ্রমনে যান।

এবিএন/রবি-২য়/সারাদেশ/নুরুজ্জামান ভূঁইয়া/মুস্তাফিজ/তোহা

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত