logo
রবিবার, ২৮ মে ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-১

সেহরির শেষ সময় : ভোর ৩:৪০

ইফতার : সন্ধ্যা ৬:৪৪

  • হোম
  • সারাদেশ
  • শেরপুরে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার ১

শেরপুরে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার ১

শেরপুরে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার ১
শেরপুর (বগুড়া), ০৭ আগস্ট, এবিনিউজ : বগুড়ার শেরপুর উপজেলায় ৯ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানীর অভিযোগে খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি গ্রামের মহির উদ্দিন (৪৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ । 
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার সকালের দিকে প্রতিবেশি মহির উদ্দিনের বাড়ির পাশে তার নাতনির সঙ্গে খেলা করছিল। পরে মহির কৌশলে শিশুটিকে ডেকে বাড়ি নিয়ে যায়। এসময় ওই বাড়িতে কেউ ছিলেন না। এরপর নানা প্রলোভন দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেন। একইসঙ্গে ঘটনাটি অন্য কাউকে না জানানোর জন্য শাসিয়ে দেন। শিশুটি বাড়ি গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানালে ওই রাতেই ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। 
শেরপুর থানার উপ-পরির্দশক (এসআই) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনার নায়ক মহিরকে গতকাল শনিবার বিকালে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। এদিকে এ প্রসঙ্গে জানতে চাইলে থানা হাজতে থাকা অভিযুক্ত মহির উদ্দিন নিজের অপর্কেমর কথা স্বীকার করেন। 
 
এবিএন/রবি-২য়/সারাদেশ/ডেস্ক/শহিদুল ইসলাম/মুস্তাফিজ/ইতি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত