logo
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
 
ekattor

বড়াইগ্রামে একসাথে ৫ সন্তানের মা হলেন লিপি

বড়াইগ্রামে একসাথে ৫ সন্তানের মা হলেন লিপি
বড়াইগ্রাম (নাটোর), ০৭ আগস্ট, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে বিয়ের ১০ বছর পরে একসঙ্গে ৫ সন্তানের মা হলেন লিপি বেগম (৩০) নামে এক গৃহবধু। আজ রবিবার ভোররাতে বনপাড়া আমিনা হাসপাতালে তিনি দুই মেয়েসহ ৫ সন্তানের জন্ম দেন। তবে মেয়ে দুটি সুস্থ্য হলেও অপর ৩ সন্তান অসম্পূর্ণ। লিপি বেগম উপজেলার নগর গ্রামের জাকের হোসেন মন্ডলের স্ত্রী।
লিপির স্বামী জাকের হোসেন জানান, প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয়। দীর্ঘদিন কোন সন্তান না হওয়ায় পরিবারের সদস্যসহ তারা নিজেরাও মনোকষ্টে ছিলেন। এ নিয়ে বিভিন্ন ডাক্তার, কবিরাজের দ্বারস্থ হয়েছেন তারা। কোনতেই কিছু হচ্ছিল না। হঠাৎ একমাসে কোন চিকিৎসা ছাড়াই লিপি সন্তান সম্ভবা হয়ে পরে। এ নিয়ে পরিবারে চলতে থাকে আনন্দের বণ্যা। গতকাল শনিবার রাতে প্রসব বেদনা শুরু হলে বনপাড়া আমিনা হাসতালে ভর্তি করা হয়।
আমিনা হাসপাতালের স্বত্বাধিকারী ও চিকিৎসক ডা. আনসারুল হক জানান, অপারেশন ছাড়াই লিপি বেগম ৫ সন্তান প্রসব করেন। তবে দুটি সন্তান সুস্থ হলেও অপর তিন সন্তানের শারীরিক গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি। সেগুলো মৃত ভাবে জন্ম লাভ করেছে।
 
এবিএন/রবি-২য়/সারাদেশ/ডেস্ক/আশরাফ/মুস্তাফিজ/ইতি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত