logo
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
 
ekattor

আয়তনে ছোট হলেও আমাদের অর্জনের পাল্লা বড়

আয়তনে ছোট হলেও আমাদের অর্জনের পাল্লা বড়


নিম্ন মধ্য আয়ের দেশের তকমা অর্জন করে মিনি অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আবির্ভূত বাংলাদেশ জঙ্গি নির্মূলেও সারাবিশ্বের কাছে মডেল হয়ে উঠবে অচিরেই। আয়তনে ছোট হলেও আমাদের অর্জনের পাল্লা বড়। যেমন অর্থনীতিতে, সামাজিক সূচকে, তেমনি অশান্তি ও হিংসার দমনেও। ভয়ের কাছে মাথা নত আমরা করবো না। ভয়কে করবো জয়। আমাদের সম্মিলিত উদ্যম হিংসা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জয়ী করবেই।

ফজলুল বারী’র স্ট্যাটাস থেকে  

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত