logo
রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
 
ekattor
বন্ধ হচ্ছে ‘ট্রাম্প তাজ মহল’ ক্যাসিনো
বন্ধ হচ্ছে ‘ট্রাম্প তাজ মহল’ ক্যাসিনো
ঢাকা, ০৭ আগস্ট, এবিনিউজ : বন্ধ হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের একদা মালিকানা থাকা ক্যাসিনো ‘ট্রাম্প তাজ মহল’। রিপাবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী এই নেতার হাতে থাকা এই ক্যাসিনোটি কয়েক বছর আগে হাত বদল হয়েছে ৷ এখন সেখানে  কর্মীদের ধর্মঘটের ফলে সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে যেতে চলেছে সংস্থাটি। ফলে, কাজ হারাতে চলেছেন প্রায় ৩০০০ কর্মী। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ প্রকাশিত হয়েছে এমন খবর। অ্যাটলান্টা শহরে অবস্থিত এই ‘ট্রাম্প তাজ মহল’ ক্যাসিনোটির বর্তমানে মালিকানা রয়েছে ট্রাম্পের বন্ধু তথা বিলিওনেয়ার কার্ল আইক্যানের হাতে। কয়েক বছর আগে ট্রাম্প সেটি বিক্রি করে দিলেও গুডউইল স্বরূপ এখনও  সাইনবোর্ডে রয়ে গিয়েছে ট্রাম্পের নাম। এই ক্যাসিনোটি বন্ধ হলে আটলান্টায় ক্যাসিনোর সংখ্যা কমে দাঁড়াবে সাত। এর আগে ২০১৪ সালে অ্যাটলান্টিকে বন্ধ হয়ে গিয়েছে চারটি ক্যাসিনো। যার জেরে প্রায় আট হাজার কর্মী বেকার হয়ে পড়েন৷
 
এবিএন/রবি-১ম/ফরিদুজ্জামান/মুস্তাফিজ/এফডি
Like us on Facebook

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত