logo
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-৩

সেহরির শেষ সময় : ভোর ৩:৪০

ইফতার : সন্ধ্যা ৬:৪৫

  • হোম
  • আবহাওয়া
  • সমুদ্র বন্দরসমুহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

সমুদ্র বন্দরসমুহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

সমুদ্র বন্দরসমুহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

ঢাকা, ০৭ আগস্ট, এবিনিউজ : চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার রাতে আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। আবহাওয়ার সর্বশেষ খবরে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নি¤œাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। এছাড়া বায়ু চাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকুলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এবিএন/রবি-১ম/আবহাওয়া/ডেস্ক/এমআর/মুস্তাফিজ/লাম

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত