logo
রবিবার, ২১ জানুয়ারি ২০১৮
 

বিয়ের পিড়িতে লোপা হোসাইন

বিয়ের পিড়িতে লোপা হোসাইন
ঢাকা, ০৬ আগস্ট, এবিনিউজ : বিয়ে করলেন এটিএন বাংলার সিনিয়র সংবাদ পাঠিকা ও সংগীতশিল্পী লোপা হোসাইন। শুক্রবার রাতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। পাত্রের নাম সিরাজুম মুনির। তিনি ভিএফ এশিয়া লিমিটেডের অ্যাসিসটেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবেও কাজ করছেন। মূলত ফেসবুকে তাদের পরিচয়। এরপর একসঙ্গে বেশ কিছু গান করেন লোপা-সিরাজুম। আর গান করতে করতেই এক সময় প্রেমের সম্পর্ক তৈরি হয়। গেল শুক্রবার পারিবারিকভাবেই বিয়ে হয় লোপা-সিরাজুমের। কেবল দুই পরিবার ও কাছের বন্ধু-বান্ধব উপস্থিত ছিল এই বিয়েতে। তবে আগামী মাসে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান লোপা। এ বিষয়ে তিনি বলেন, নতুন জীবন শুরু করলাম। তাই অনুভূতি একেবারেই অন্যরকম। মূলত গান করতে করতেই সিরাজুমের সঙ্গে সম্পর্ক শুরু হয়। তবে আমি মনে মনে যেমনটা চাচ্ছিলাম সে একদমই সেরকম একজন মানুষ। সেও খুব গানপাগল। মনমানসিকতার দিক দিয়েও আমাদের অনেক মিল। সবাই দোয়া করবেন যেন সুখে থাকতে পারি আমরা।
 
এবিএন/শনি-২য়/বিনোদন/সুরাইয়া রহমান মনি/মুস্তাফিজ/এজেএ 
 
 

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত