logo
রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
 
ekattor
শেখ মুজিবুর রহমানের জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন
শেখ মুজিবুর রহমানের জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাকা, ০৬ আগস্ট, এবিনিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীগ্রন্থ Sheikh Mujibur Rahman: From Rebel to Founding Father- এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে পাঠক সমাবেশ ও নিয়োগী বুক্স্রে (দিল্লী) যৌথ উদ্যোগে আজ শনিবার বিকেলে শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রফেসর জনাব আনিসুজ্জামান।
সৈয়দ বদরুল আহসান প্রণীত উক্ত গ্রন্থের ওপর আলোচনায় বিশেষ অতিথি ও সম্মানীয় অতিথি হিসেবে আরও অংশ নেন কবি, গবেষক ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ড. নূহ-উল-আলম লেনিন; কবি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী; বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান; প্রখ্যাত লেখিকা বেগম সেলিনা হোসেন; বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী; মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং সাংবাদিক, কলামিস্ট ও এবিনিউজের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়।    

এবিএন/শনি-২য়/সাহিত্য-সংস্কৃতি/ডেস্ক/এমআর/মুস্তাফিজ/মাম

Like us on Facebook

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত