logo
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
 

সুন্দরবনের নদীগুলোতে দেখা দিয়েছে কুমীর আতঙ্ক

সুন্দরবনের নদীগুলোতে দেখা দিয়েছে কুমীর আতঙ্ক

শ্যামনগর (সাতক্ষীরা), ০৬ আগস্ট, এবিনিউজ : সুন্দরবনের নদীগুলোতে সার্বক্ষনিক এখন কুমীর আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে লোকালয় সংলগ্ন নদীতে প্রায় কুমীর ভেসে উঠতে দেখা যাচ্ছে। হঠাৎ কুমীর ভেসে উঠলে নদীতে মাছধরারত জেলেদের দৌড়াদৌড়ী করতে দেখা যাচ্ছে। সে কারনে সুন্দরবন সংলগ্ন নদীতে মাছ ধরাও কমে গেছে। এজন্য সুন্দরবন সংলগ্ন এলাকারজেলেদের হাড়ী ছিকেই উঠেছে। খেয়ে না খেয়ে জীবন কাঠছে তাদের। সুন্দরবন সংলগ্ন এলাকার ছাগল, গরু ও কুমীরে নিয়ে যাচ্ছে। ছাগল গরু ছেড়ে দেওয়ার সাথে সাথে পুর্বের মত তারা ঘাস বা পাতা খাওয়ার জন্য চরে নামলে কুমীর আক্রমন করে ধরে নিয়ে যাচ্ছে। মাত্র কয়েক দিনে ১৫টির মত ছাগল নিয়ে গেছে কুমীরে। গরুও আক্রান্ত হয়েছে কয়েকটি। ফলে ছাগল, গরু পালনকারীরা ও বিপাকে পড়েছে।

এলাকার গরুছাগল পালন কারীরা চরে চরিয়ে খাওয়ানোর জন্য গরু ছাগল পালন করে থাকে বহু কাল ধরে হঠাৎ কুমীরের আক্রমনের কারনে গরু ছাগল ছাড়তে পারছে না। ফলে গরু,ছাগল পালন করতে তাদের খাদ্য কিনতে হচ্ছে। বাড়তি খরচ চালাতে হিমশিম খাচ্ছে মানুষ। ছেলেমেয়েরা নদীর চরে খেলা না করে অন্য বিনোদনে মেতে থাকতে দেখা গেছে, হঠাৎ কুমীরের কারনে তারা চরে নামতে না পারায় হতাস। লোকালয় সংলগ্ন নদী চুনকুড়িতে   কুমিরের  প্রভাব বেশী দেখা যাচ্ছে ।একসময় শোনা যেত চুনকুড়ি নদীর চরে  শীতের সকালে কুমিরে রোদ পোহাত আশংখা করা যাচ্ছে আবার সে অবস্থা হতে পারে। কদমতলা গ্রামের সবুরপাড়ের ২ টি, দেবাশীষের ২টি, কোবাদের ১টি সহ কয়েক দিনে প্রায় ১৫টির মত ছাগল কুমিরে নিয়ে গেছে। গরু ও আক্রান্ত হয়েছে কয়েকটি। এব্যাপারে সুন্দরবন কদমতলা ফরেষ্ট কর্মকর্তা  তপন বাবুর  সাথে কথা বললে তিনি জানান, কুমিরের আক্রমন বেড়ে গেছে। এপর্যন্ত কয়েকটি ছাগল ধরে নিয়ে গেছে, গ্রামবাসী আমাদের কাছে ক্ষতি পূরণ চাচ্ছে ।

এবিএন/শনি-২য়/সারাদেশ/আলমগীর সিদ্দিকী/মুস্তাফিজ/তোহা

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত