logo
শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
 

মটোরোলা নেক্সাস ৬ স্মার্টফোনে গোলমাল: ভোগান্তিতে গ্রাহকরা

মটোরোলা নেক্সাস ৬ স্মার্টফোনে গোলমাল: ভোগান্তিতে গ্রাহকরা

ঢাকা, ০৬ আগস্ট, এবিনিউজ : না, এটা কোনো পরিকল্পিত সাইবার হামলা না। মটোরোলা নেক্সাস ৬ স্মার্টফোনে কিছু একটা গোলমাল শুরু হয়েছে। ফলে বিশ্বজুড়ে ৬ ইঞ্চির এই স্মার্টফোনে এলটিই সেবা পাচ্ছেন না গ্রাহকরা।

যুক্তরাষ্ট্রের টি-মোবাইল গ্রাহকরা এই অলৌকিক ভোগান্তির শিকার হয়েছেন, এমন খবর প্রকাশের পরপরই কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, মেক্সিকো, জার্মানী, হংকংসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকরাও একই অভিযোগ করেছেন।

গুগলের প্রোডাক্ট ফোরামে বিষয়টি তুলে ধরা হয়েছে এবং সেটি সমাধানে গুগল কাজ করছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন প্রকৌশলী। প্রাথমিকভাবে আগস্টের সিকিউরিটি প্যাচে দুর্বলতা রয়েছে বলে ধরা হলেও, পরে জানা যায় নতুন-পুরনো ফার্মওয়্যার ব্যবহারকারীদের প্রায় সকলেই এই ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে গুগলের পাশাপাশি সংশ্লিষ্ট টেলিকম অপারেটররাও সমাধানে কাজ শুরু করেছেন বলে জানা গেছে। তবে এখনও মূল কারণ বের করতে পারেননি তারা।

এবিএন/শনি-১ম/তথ্যপ্রযুক্তি/ডেস্ক/জনি/মুস্তাফিজ/জেডি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত