logo
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-৩

সেহরির শেষ সময় : ভোর ৩:৪০

ইফতার : সন্ধ্যা ৬:৪৫

কনডমের বিজ্ঞাপনে চমকে দিলেন সানি

কনডমের বিজ্ঞাপনে চমকে দিলেন সানি
ঢাকা, ০৬ আগস্ট, এবিনিউজ : ফের বিস্ফোরণ, না! সিলভার স্ক্রিনে নয়। এবার ক্যামেরার সামনে বিস্ফোরণ ঘটালেন তিনি। সৌজন্যে একটি কনডমের বিজ্ঞাপনী শুট। আর এই বিস্ফোরকের নাম অবশ্যই সানি লিওন।
সম্প্রতি বলিউডে বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রত্নানি একটি কনডম ব্র্যান্ডের ক্যালেন্ডার শুট করলেন। সেখানেই মডেল হিসেবে হাজির ছিলেন সানি লিওন। এর আগে বিভিন্ন কনডমের বিজ্ঞাপনে সানিকে দেখেছেন দর্শক। তবে এ বারেরটা নাকি একেবারেই আলাদা। ঘনিষ্ঠ মহলে ডাব্বু নিজেও জানিয়েছেন এ কথা। 
সানির সঙ্গে তার এটাই প্রথম কাজ। আর অভিজ্ঞ এই ফটোগ্রাফারকেও নাকি সেটে চমকে দিয়েছেন সানি। দিন কয়েক পরে দেখা যাবে সানির সেই সম্মোহনী রূপ। আপাতত আরবাজ খানের সঙ্গে ‘তেরা ইনতেজার’-এর শুটিংয়ে ব্যস্ত নায়িকা।
 
এবিএন/শনি-১ম/বিনোদন/ডেস্ক/মুস্তাফিজ/সাদিক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত