logo
শনিবার, ২৪ জুন ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-২৮

সেহরির শেষ সময় : ভোর ৩:৩৯

ইফতার : সন্ধ্যা ৬:৫৩

কুলাউড়ায় বিষ মেশানো ভাত খেয়ে ৪ শিশু অসুস্থ

কুলাউড়ায় বিষ মেশানো ভাত খেয়ে ৪ শিশু অসুস্থ

কুলাউড়া, ০৬ আগস্ট, এবিনিউজ : কুলাউড়া উপজেলা শহরের উছলাপাড়া এলাকার মালিক ভবনে গত সোমবার রাতের বিষ মেশানো ভাত খেয়ে খেয়ে মাসহ ৪ শিশু অসুস্থ হয়ে পড়লে তাদেরকে রাতেই উপজেলা হাসপাতালে ভর্ত্তি করা হয়। ভবনের মালিক মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির মাষ্টার জানান ৪তলা ভবনের নীচতলায় তিনিসহ তার অপর ৩ প্রবাসী ভাইদের পরিবার-পরিজন নিয়ে তিনি বসবাস করেন। গত সোমবার রাতের খাবার খেয়ে তার ৩ প্রবাসী ভাইদের মধ্যে এক ভাইয়ের স্ত্রী সাজেদা (৩০) সহ ৩ প্রবাসীর শিশু কন্যা হৃদি (সাড়ে ৩ বৎসর), তাহা (৩) তুষা (৪) ও পুত্র তৌসিফ (৭) অসুস্থ হয়ে পড়ে। পরে রান্নাঘরে গিয়ে দেখা যায় গ্যাসের চুলার পাশে রান্না করা ভাতের পাতিলে কে বা কারা সাদা রংয়ের বিষাক্ত পাউডার ঢেলে দেয়ায় ঐ পাতিলের খাবার খেয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পরে রাতেই তাদেরকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মইন উদ্দিন আলমগীর জানান অসুস্থদের চিকিৎসা করে গত মঙ্গলবার ছেড়ে দেয়া হয়েছে। খবর পেয়ে এসআই নুর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও এ ঘটনায় সন্দেহভাজন ১ ব্যক্তিকে উছলাপাড়া এলাকা থেকে আটক করে মঙ্গলবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঠিক কোন কারন উদঘাটন করা যায়নি।

এবিএন/শনি-১ম/সারাদেশ/শংকর রায়/মুস্তাফিজ/এস আর

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত