logo
শনিবার, ২৪ জুন ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-২৮

সেহরির শেষ সময় : ভোর ৩:৩৯

ইফতার : সন্ধ্যা ৬:৫৩

আশাশুনিতে জঙ্গী সন্দেহে শিশুসহ আটক ৫

আশাশুনিতে জঙ্গী সন্দেহে শিশুসহ আটক ৫

আশাশুনি (সাতক্ষীরা), ০৫ আগস্ট, এবিনিউজ : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের প্রত্যন্ত বিলের মধ্যে একটি মাদরাসা থেকে জঙ্গি সন্দেহে শিশুসহ ৫ জনকে আটক করেছে স্থানীয় জনতা। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে স্থানীয় জনতা ফটিকখালী হাফিজিয়া মাদরাসা থেকে সন্দেহভাজন জঙ্গিদের আটক করেন।
খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম জানান, প্রত্যন্ত বিলের মধ্যে কর্দমাক্ত এলাকায় লোকজনের যাতয়াত খুবই কম। এই সুযোগে প্রায় ২০ দনি যাবৎ অজ্ঞাত পরিচয় লোকগুলো মাদরাসায় বসবাস করে আসছিলেন। মাদরাসার হুজুর আনিছুর রহমান নিজে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে তাদের খাবার বয়ে এনে খাওয়াতেন। এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হলে গ্রামের শত শত মানুষ মাদরাসায় হানা দিয়ে তাদেরকে আটক করেন। পুলিশে খবর দিলে এস্আই মোজাফফর আহমেদ খবর পেয়ে তাদেরকে আটক করে থানায় আনেন। এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, তাদেরকে আটক করে থানায় আনা হয়েছে। তারা যে নাম-ঠিকানা দিয়েছে তা যাচাই বাছাই করা হচ্ছে। নাম সঠিক কিনা এখনো জানা সম্ভব হয়নি।    

এবিএন/শুক্র-২য়/সারাদেশ/জি.এম মুজিবুর রহমান/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত