logo
শনিবার, ২৪ জুন ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-২৮

সেহরির শেষ সময় : ভোর ৩:৩৯

ইফতার : সন্ধ্যা ৬:৫৩

পাঁচবিবিতে বিদ্যুতস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু

পাঁচবিবিতে বিদ্যুতস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু
জয়পুরহাট, ০৫ আগস্ট, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাকুল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শিশুর মুত্যু হয়েছে। নিহত শিশুরা হলো, একই গ্রামের মাহমুদ হোসেনের ছেলে মাইন ও আমিনুল ইসলামের ছেলে সোহাগ। এই দুই শিশুর অকাল মৃত্যুতে পারিবারসহ ওই গ্রামে এখন চলছে শোকের মাতম।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার দুপুরে উপজেলার সোনাকুল গ্রামে নতুন লাইন নির্মানের মাধ্যমে ওই গ্রামের বেশ কিছু বাড়িতে বিদ্যুতায়নের উদোদ্বাধন করার কথা ছিল। এ উপলক্ষে সেখানে একটি মঞ্চ তৈরী করা হয়। দুপুরে সকলে মঞ্চ ছেড়ে জুমার নামাজ পড়তে গেলে ওই শিশুরা খেলতে গিয়ে মঞ্চের টেবিলের নীচে বিদ্যুতের খোলা তারে প্রথমে মাইন জরিয়ে পরে। মাইনকে উদ্ধারের জন্য অপর শিশু সোহাগ তাকে টানতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পরে। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 
 
এবিএন/শুক্র-২য়/সারাদেশ/ডেস্ক/এরশাদুল বারী/মুস্তাফিজ/ইতি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত