logo
শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
 

রিও অলিম্পিকে মশাল বহন করলেন মুহাম্মদ ইউনুস

রিও অলিম্পিকে মশাল বহন করলেন মুহাম্মদ ইউনুস

ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : ব্রাজিলে রিও অলিম্পিকের মশাল বহন করলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২ টায় মিস্টার ইউনুস অলিম্পিকের মশাল রিলেতে অংশ নেন।

তিনি অলিম্পিকের মশাল হাতে নিয়ে প্রায় দুশ মিটার হেঁটে যান। তিনিই প্রথম কোন বাংলাদেশী যিনি অলিম্পিকের মশাল বহন করলেন। ব্রাজিলের রাজধানীতে মশাল রিলের শেষ ধাপে মিস্টার ইউনুস যখন মশাল বহন করছিলেন তখন অসংখ্য মানুষ। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।এক ভিডিওতে দেখা যাচ্ছে অলিম্পিকের অফিসিয়াল পোশাক পরে মশাল হাতে এগিয়ে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের মুহাম্মদ ইউনুস। এর আগে রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯ তম সভায় ভাষণ দেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আজই এবারের অলিম্পিকের উদ্বোধন হতে যাচ্ছে।

এবিএন/শুক্র-১ম/খেলাধুলা/ডেস্ক/জনি/মুস্তাফিজ/জেডি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত