logo
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
 

আবারো প্লেব্যাকে মৌসুমী

আবারো প্লেব্যাকে মৌসুমী
ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মৌসুমী। সিনেমার ব্যস্ততা আগের মতো আর না থাকলেও দর্শকদের হৃদয়ে এখনো জনপ্রিয়তার আসনটি ধরে রেখেছেন তিনি।
সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের একটি ছবিতে প্লেব্যাক করলেন এ নায়িকা। ছবির নাম ‘আমার বাংলাদেশ’। শিশুতোষ চলচ্চিত্র এটি।
জানা গেছে, এ ছবির একটি গানে সাতজন শিশুশিল্পীর সঙ্গে মৌসুমীও কণ্ঠ দিয়েছেন।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, দীর্ঘদিন পর অনেক শিশুর সঙ্গে একটি গানে কণ্ঠ দিলাম। মূলত পরিচালকের অনুরোধেই এটি করা। জানি না কেমন হয়েছে। তবে আমি ভালো গাওয়ার চেষ্টা করেছি।
প্রসঙ্গত, একই নির্মাতার ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নব্বই দশকে চলচ্চিত্রে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।
অভিনয়ের পাশাপাশি মনতাজুর রহমান আকবরের ‘মগের মুল্লুক’, নাজমুল হুদা মিন্টুর ‘মৌসুমী’সহ আরো কয়েকটি ছবিতে গান গেয়েছেন তিনি।
 
এবিএন/শুক্র-১ম/বিনোদন/ডেস্ক/মুস্তাফিজ/সাদিক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত