logo
রবিবার, ২১ জানুয়ারি ২০১৮
 

অবশেষে রিওতে যাচ্ছেন ২৭১ রুশ অ্যাথলেট

অবশেষে রিওতে যাচ্ছেন ২৭১ রুশ অ্যাথলেট
ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : ডোপিং তদন্ত শেষে রিও অলিম্পিকে অংশগ্রহণ করতে রাশিয়ার ২৭১ জন অ্যাথলেট অনাপত্তি পেয়েছে। রাশিয়ান অলিম্পিক কমিটির প্রধান অ্যালেক্সান্ডার জুকোভ এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অলম্পিক কমিটির রাশিয়ার মোট অ্যাথলেটের সংখ্যা জানানোর কথা ছিল।
অনাপত্তি পাওয়া অ্যাথলেটদের মধ্যে বক্সিং ও জুডোর ১১ জন, ভলিবল ও বিচ ভলিবলের ৩০ জন ও ৮ জন টেনিস খেলোয়াড় আছে।
রাশিয়া রিও অলিম্পিকের জন্য ৩৮৭ জন অ্যাথলেটের নাম দিয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ আনে বিশ্ব ডোপিং প্রতিরোধ এজেন্সি। কিন্তু সেই রিপোর্ট অনেক ক্রীড়া ফেডারেশন মেনে নেয়নি। ফলে সব ইভেন্টে রাশিয়ার ক্রীড়াবিদরা নিষিদ্ধ হচ্ছে না।
ডোপিং প্রতিরোধ এজেন্সির প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পুরো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তারা প্রতিটি ক্রীড়া ফেডারেশনের উপর স্বাধীনতা দিয়েছিল যে কোনো ফেডারেশন মনে করলে কোনো অ্যাথলেটকে নিষিদ্ধ করতে পারে।
 
এবিএন/শুক্র-১ম/খেলাধুলা/ডেস্ক/মুস্তাফিজ/সাদিক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত