logo
মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮
 
  • হোম
  • সারাদেশ
  • সাটুরিয়ায় দু’পক্ষের সংঘর্ষে কলেজ শিক্ষকসহ আহত ১০

সাটুরিয়ায় দু’পক্ষের সংঘর্ষে কলেজ শিক্ষকসহ আহত ১০

সাটুরিয়ায় দু’পক্ষের সংঘর্ষে কলেজ শিক্ষকসহ আহত ১০

মানিকগঞ্জ, ০৫ আগস্ট, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ শিক্ষকসহ ১০জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়নের সাভার এলাকায় পুবের মেয়ে সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘষের ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে- নাগরপুরের পাকুটিয়া বিসিআরজি ডিগ্রী কলেজের শিক্ষক মো: আ: সালাম (৫০), আবু বক্কর (৪০), মতিয়ার রহমান (৪০), আজাহার (৪৫), সাইফুল ইসলাম (৩০), মজনু (৩৫), ফজলু (৩২),  তোফায়েল (৩০), হারুন (৩৮), দেলোয়ার (৩৫)।
আহতদের মধ্যে ৫জনকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাটুরিয়া হাসপাতালের কতব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা জানায়, আহতদের মধ্যে ৫জনকে ভর্তি করা হয়েছে তাদের একজনের অবস্থা আশংকা জনক।বরাঈদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুবের বিরোধের জেরে এ সংঘষের ঘটনা ঘটেছে।

এবিএন/শুক্র-১ম/সারাদেশ/এস.আর খান/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত