logo
শনিবার, ২৪ জুন ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-২৮

সেহরির শেষ সময় : ভোর ৩:৩৯

ইফতার : সন্ধ্যা ৬:৫৩

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা  ২৯৭ রানের ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। ওয়ানডে অধিনায়ক আজহার আলীর ব্যাটে নিজেদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করেছে। দিনশেষে আজহার আলী করেন ১৩৯ রান।

২০১০ সালে এজবাস্টনে ৩২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আজহার আলী। ইংল্যান্ডের বিপক্ষে সেই মাঠে ফিরে এবার করলেন দারুণ এক শতক। এশিয়ার বাইরে টেস্টে তার প্রথম তিন অঙ্কের ইনিংসে লিড নেওয়ার পথে পাকিস্তান।   

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৭

পাকিস্তান ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৭/৩ (হাফিজ ০, সামি ৮২, আজহার ১৩৯, ইউনুস ২১*; অ্যান্ডারসন ১/৩২, ওকস ১/৫২)

এবিএন/শুক্র-১ম/খেলাধুলা/মুস্তাফিজ/মমিন

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত