logo
রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
 
ekattor
বিমান হামলায় সিনাই শাখার আইএস প্রধান নিহত
বিমান হামলায় সিনাই শাখার আইএস প্রধান নিহত
ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সিনাই শাখার প্রধান নিহত হয়েছেন। তাকেসহ বেশ কিছু আইএস যোদ্ধাকে হত্যা করার কথা জানিয়েছে মিসরের সেনাবাহিনী। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মিসরের সেনাবাহিনী বলছে, আইএসের সিনাই শাখার নিহত প্রধানের নাম আবু দুয়া আল আনসারি। সিনাই প্রদেশে আইএস যোদ্ধাদের ওপর ধারাবাহিক বিমান হামলায় তিনিসহ অন্যরা নিহত হয়েছেন।
আল-আরিশ শহরের কাছে জঙ্গিদের শক্ত অবস্থান লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়।
মিসরের সিনাই প্রদেশে জঙ্গিরা বেশ তৎপর। দেশটিতে সংঘটিত একাধিক রক্তক্ষয়ী হামলায় সিনাইয়ের জঙ্গিদের সংশ্লিষ্টতা ছিল।
মিসরের সেনাবাহিনী জানায়, সেনা অভিযানে ৪৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। সন্ত্রাসীদের বেশ কিছু অস্ত্রের ভা-ার ধ্বংস করা হয়েছে।
মিসরের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আনসারি নিহত হন। তবে এই অভিযান কখন পরিচালিত হয়েছে, তা জানানো হয়নি।
মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ২০১৩ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মিসরে জঙ্গি তৎপরতা বেড়েছে।
 
এবিএন/শুক্র-১ম/আন্তর্জাতিক/ডেস্ক/মুস্তাফিজ/সাদিক
Like us on Facebook

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত