logo
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
 
  • হোম
  • সারাদেশ
  • আশাশুনিতে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আশাশুনিতে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আশাশুনিতে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা), ০৪ আগস্ট, এবিনিউজ : আশাশুনিতে বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা- ২০১৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলা বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে ৩ দিনের বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোসাদ্দেক। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হকের উপস্থানায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক, নার্সারী মালিকদের মধ্যে আঃ গফুর সরদার ও এমএমসি অডিটর অহিদুর রহমান। অনুষ্ঠানে শ্রেষ্ঠ নার্সারী মালিক হিসাবে প্রথম পুরস্কার প্রাদন করা হয় প্রফেসর ডাঃ এম এ মঞ্জুর প্রতিষ্ঠিত ও নির্বাহী পরিচালক এম এ অহেদ পরিচালিত মোজাহার উদ্দিন মাল্টিক্রাফট এর নার্সারী প্রকল্প ফাইম-নাঈম নার্সারীকে। নার্সারীটি মেলায় অসংখ্য ফলজ, বনজ, ঔষধী ও শোভাবর্ন্ধনকারী বৃক্ষ/চারা এবং ২৮ প্রকার ফল ও ২৬ প্রকার বীজ, নানান পরামর্শমূলক লিফলেট প্রদর্শন ও বিক্রয় করে। প্রতিষ্ঠানের আভ্যন্তরিন অডিটর অহিদুর রহমান ও নার্সারী বিভাগের আঃ সামাদ, নিরুত্তম সরদার ও সখিনা খাতুন প্রধান অতিথি প্রদত্ত একটি কালার টিভি পুরস্কার গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে ২৮টি স্টলকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।


এবিএন/বৃহস্পতি-২য়/সারাদেশ/জি.এম মুজিবুর রহমান/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত