logo
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
 

সিংড়ায় জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ১০

সিংড়ায় জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ১০

সিংড়া (নাটোর), ০৪ আগস্ট, এবিনিউজ : নাটোরের সিংড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার হাটমুরশন গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি জানান, দীর্ঘদিন থেকে হাটমুরশন গ্রামে ৭১ শতাংশ জমি নিয়ে ঐ গ্রামের দুখোরামের সাথে প্রেমানন্দ দাসের বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ জমি আদালতের মাধ্যমে প্রেমানন্দ দাস ডিগ্রি পায়। বুধবার জোরজবর করে দুখোরাম জমিতে আবাদ করতে গেলে তারা বাধা নিষেধ করে।
এসময় দুখোরাম, অখিল, মিন্টুর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। হামলায় ভারত চন্দ্র (৪২),কমল (৩২), ডালিম (৩২), জ্যেতি (৩০), রন্জন (২৩), জয়নন্দ(৪২), মদন(২৮) আহত হন। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অবগত আছি। তবে এবিষয়ে এখন ও কেউ অভিযোগ দিতে আসেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/বৃহস্পতি-২য়/সারাদেশ/রাকিবুল ইসলাম/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত