logo
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-৩

সেহরির শেষ সময় : ভোর ৩:৪০

ইফতার : সন্ধ্যা ৬:৪৫

ফেসবুকের ভুল ধরিয়ে ১ লক্ষ টাকা পেল রাজস্থানের যুবক

ফেসবুকের ভুল ধরিয়ে ১ লক্ষ টাকা পেল রাজস্থানের যুবক
ঢাকা, ০৪ আগস্ট, এবিনিউজ : রাজস্থানের প্রত্যন্ত এলাকার ছেলে কৃষ্ণ কুমার। তবে প্রযুক্তি নিয়ে রয়েছে ব্যাপক উৎসাহ। আর সেই সুবাদেই পেলেন ১ লক্ষ টাকা। ফেসবুকের একটা বড়সড় ভুল ধরিয়ে দেওয়ায় এই টাকা তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।
কৃষ্ণ কুমার দেখে সে পেজ থেকে বেরনোর পরও ফেসবুক থেক লগ আউট করতে পারছে না। ২০১৪ সালে এই সমস্যা তার দৃষ্টি আকর্ষণ করে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে শুরু করে সে। তৈরি করে একটি ভিডিও। এরপর সেই ভিডিও পাঠিয়ে দেয় ফেসবুকের সিকিউরিটি সেন্টারে। কিছুদিন পরে তার এই কাজে খুশি হয়ে অভিনন্দন জানায় ফেসবুক। সমস্যা সমাধানও করে দেয়। ফেসবুক নিরাপত্তায় এই বিশেষ অবদানের জন্য ১৫০০ ডলার অর্থাৎ প্রায় ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে ওই যুবককে।
 
এবিএন/বৃহস্পতি-২য়/ফরিদুজ্জামান/মুস্তাফিজ/এফডি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত