logo
সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
 

‘বাষ্পস্নান’ ছবিতে ভিন্ন এক আইরিন

‘বাষ্পস্নান’ ছবিতে ভিন্ন এক আইরিন
ঢাকা, ০৪ আগস্ট, এবিনিউজ : চলতি বছরের এপ্রিলে অভিনেত্রী আইরিনকে নিয়ে একটি নতুন ছবির কাজ শুরু করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও লেখক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম ‘বাষ্পস্নান’। রাজশাহী, নাটোর, চাঁপাই নবাবগঞ্জসহ নানা জায়গায় এর দৃশ্য ধারণের কাজ হয়েছে। ছবিটি নিয়ে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, এ ছবিটির বিষয়বস্তু নিয়ে এখনই কিছু বলতে চাই না। আমি প্রথম ধাপে ১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টানা এ ছবির কাজ করেছি। আবারও শিগগিরই এ ছবির বাকি কাজ শুরু হবে। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ঐতিহাসিক তেভাগা আন্দোলন নিয়ে ‘নাচোলের রানী’ ছবিটি পরিচালনা করেন। ছবিটি চলচ্চিত্র বোদ্ধামহলে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তীতে গুণী এই নির্মাতা ‘গঙ্গাযাত্রা’ ও ‘অন্তর্ধান’ নামে আরো দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। তার ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রটি জাতীয় (৮টি সেক্টরে) এবং আন্তর্জাতিক (৪টি সেক্টরে) পুরস্কার লাভ করে। এমন গুণী পরিচালকের সঙ্গে কাজ করে বেশ আনন্দিত আইরিন। তিনি এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। ‘বাষ্পস্নান’ ছবিটি নিয়ে তিনি বলেন, আমার সৌভাগ্য যে আমি ডায়মন্ড ভাইয়ের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করতে পারছি। এ ছবিতে আমার বিপরীতে কলকাতার অভিনেতা সমদর্শী দত্ত কাজ করছেন। আমার অংশের শুটিং শেষ হয়েছে। এটুকু শুধু বলবো, দর্শক এই ছবিতে ভিন্ন এক আইরিনকে খুঁজে পাবেন। আশা করছি আমাদের কাজটি দর্শকরা পছন্দ করবেন। 
 
এবিএন/বৃহস্পতি-২য়/বিনোদন/সুরাইয়া রহমান মনি/মুস্তাফিজ/এজেএ
 
 
 

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত