logo
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-৩

সেহরির শেষ সময় : ভোর ৩:৪০

ইফতার : সন্ধ্যা ৬:৪৫

বরগুনায় অটো রিক্সা চালকদের মানববন্ধন

বরগুনা, ০৪ আগস্ট, এবিনিউজ : বরগুনা বাস মালিক সমিতির অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেতাগীর চান্দখালী বাইপাস মোড়ে দুপুর এক টায় পাঁচ শতাধিক অটো রিক্সা চালক এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকালে কয়েকজন অটো রিক্সা চালককে মারধর করে বাস মালিক সমিতির শ্রমিকরা। এ ঘটনাকে কেন্দ্র করেই এ মানববন্ধন করেন চালকরা। মানববন্ধনে চালকদের দাবী হলো, বাস মালিক সমিতির লোকজন তাদেরকে রাস্তায় অটো রিক্সা চালাতে দেয়না। আর রাস্তায় পেলে অটো ভাংচুর, মারধর ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ থেকে রক্ষা পেতেই প্রশাসনের কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান চালকরা। মানববন্ধন চলাকালীন সময়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, সমাজ সেবী শাহীনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ উপস্থিত ছিলো।


এবিএন/বৃহস্পতি-২য়/সারাদেশ/তরিকুল ইসলাম/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত