logo
শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
 

আত্রাইয়ে গাজা বিক্রেতাসহ ২ সেবনকারী আটক

আত্রাইয়ে গাজা বিক্রেতাসহ ২ সেবনকারী আটক

আত্রাই (নওগাঁ), ০৪ আগস্ট, এবিনিউজ : নওগাঁর আত্রাইয়ে গাজা বিক্রেতাসহ ২সেবনকারী আটক করেছে আত্রাই থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এএসআই মনির হোসেন তার সঙ্গীয় ফোর্স কাশিয়াবাড়ী এলাকা হতে গাজাসহ তাদের হাতে নাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো- উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের শখিমদ্দিনের এর পুত্র সালাম (৬০), সমসের আলীর পুত্র সাজিদুল(৩৫) ও মৃত কবেজ মন্ডলের পুত্র মানিক (৩০)। আত্রাই থানা কর্তৃপক্ষ আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোখলেছুর রহমান নিকট হাজির করলে তাদের প্রত্যককে ২মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

এবিএন/বৃহস্পতি-২য়/সারাদেশ/মোঃ রুহুল আমীন/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত