logo
রবিবার, ২৫ জুন ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-২৯

সেহরির শেষ সময় : ভোর ৩:৩৯

ইফতার : সন্ধ্যা ৬:৫৩

বিশ্বকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির আয়োজন

বিশ্বকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির আয়োজন

ঢাকা, ০৪ আগস্ট, এবিনিউজ : আগামী ৬ই আগস্ট শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকাল ৪টায় আহমদ রফিক রচিত রবীন্দ্রজীবন (তৃতীয় খন্ড)-এর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক শফি আহমেদ এবং অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
৭ই আগস্ট রবিবার বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে একক বক্তৃতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং রবীন্দ্র পুরস্কার-২০১৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রবিষয়ক একক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। এ বছর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হবে অধ্যাপক সৈয়দ আকরম হোসেন এবং শিল্পী তপন মাহমুদকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।


এবিএন/বৃহস্পতি-১ম/সাহিত্য-সংস্কৃতি/ডেস্ক/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত