logo
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১৬
 
 
খড়গপুরে ভেঙে পড়ল ভারতীয় এয়ারফোর্সের বিমান
খড়গপুরে ভেঙে পড়ল ভারতীয় এয়ারফোর্সের বিমান
ঢাকা, ০৪ আগস্ট, এবিনিউজ : ভেঙে পড়ল সেনার প্রশিক্ষণ বিমান। আজ বৃহ্স্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। দু’জন পাইলট নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। ভেঙে পড়েছে একটি হক ট্রেনার এয়ারক্রাফট।
এয়ারফোর্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ভারতের খড়গপুরে আজ বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বিমানটি টেক অফ করার সঙ্গে সঙ্গেও যান্ত্রিক গোলোযোগের মুখে পড়ে ভেঙে পড়ে।’ পাইলটরা নিরাপদে নেমে আসেন। ঘটনার তদন্ত চেয়েছে এয়ারফোর্স। পাইলটরা কেউ আহত হননি বলে জানা গিয়েছে। এইভাবে আচমকা বিমানটি ভেঙে পড়ার কারণ স্পষ্ট নয়। এলাকাটি নিরাপত্তায় ঘিরে ফেলেছে বিমানবাহিনী। এ নিয়ে এই মাসে দ্বিতীয় বার সেনা বিমান ভেঙে পড়ল। 
প্রসঙ্গত, কয়েক দিন আগে ভেঙে পড়ে ভারতীয় এয়ারফোসের বিমান এএন-৩২ এখনও পর্যন্ত সেটার খোঁজ চলছে।
 
এবিএন/বৃহস্পতি-১ম/ফরিদুজ্জামান/মুস্তাফিজ/এফডি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত