logo
মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮
 
  • হোম
  • অপরাধ
  • শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানের সম্পৃক্ততা পায়নি পুলিশ

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানের সম্পৃক্ততা পায়নি পুলিশ

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানের সম্পৃক্ততা পায়নি পুলিশ

ঢাকা, ০৪ আগস্ট, এবিনিউজ : বহুলআলোচিত নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। এই সংক্রান্ত একটি সাধারণ ডায়রির ভিত্তিতে তদন্ত করে সেই প্রতিবেদন নায়ায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেছে পুলিশ। আদালত ঐ প্রতিবেদন গ্রহণ করেছে বলে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন অ্যাডভোকেট মোতাহের হোসন সাজু।
 
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত ১৩ মে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্জনার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে ওঠ-বস করানো হয়।
 
ঐ ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। পাশাপাশি কি আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেয়। ঐ নির্দেশের পরই পুলিশ সুপারের পক্ষ থেকে বলা হয় শিক্ষককে কান ধরে ওঠ-করানোর ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় পুলিশ জিডি করেছে। আদালতের অনুমতি নিয়ে ঐ জিডির তদন্ত চলছে। বিষয়টি হাইকোর্টের অবহিত করার পর বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তদন্ত প্রতিবেদন ১১ আগস্ট দাখিলের নির্দেশ দেয়।

এবিএন/বৃহস্পতি-১ম/অপরাধ/মুস্তাফিজ/মমিন

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত