logo
বুধবার, ২৪ মে ২০১৭
 
 

নীলফামারীতে শোক দিবস পালনে প্রস্তুতি সভা

নীলফামারীতে শোক দিবস পালনে প্রস্তুতি সভা

নীলফামারী, ০৪ আগস্ট, এবিনিউজ : আগামী ১৫ আগষ্ট যথাযথ মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীর জাতীয় শোক দিবস পালনের লক্ষে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি পালনে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়েছে।  এরমধ্যে জাতীয় পতাকা অর্ধ নমিত, কালোপতাকা  উত্তোলন, কালো ব্যাজ ধারন, শোকর‌্যালী, আলোচনা সভা, শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাথীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনগাঁথার ইতিহাস নিয়ে আলোকপাত, বাদ জোহর বিভিন্ন মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মহফিল সহ নানান কর্মসুচি গ্রহন করা হয়। কর্মসুচিতে ইসলামী ফাউন্ডেশন ও শিশু একাডেমীর পক্ষের পৃথক কর্মসুচি গ্রহন করে।
২প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুজার রহমান , সহকারি পুলিশ সুপার ফিরোজ কবীর, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি,অধা সরকারি, শিক্ষক সমিতি, নারী সংগঠনের প্রতিনিধিগন।


এবিএন/বৃহস্পতি-১ম/সারাদেশ/মো. আমিরুজ্জামান/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত