logo
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-৩

সেহরির শেষ সময় : ভোর ৩:৪০

ইফতার : সন্ধ্যা ৬:৪৫

  • হোম
  • আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্রে হিজড়া শিক্ষার্থীর ছেলেদের বাথরুম ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে হিজড়া শিক্ষার্থীর ছেলেদের বাথরুম ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে হিজড়া শিক্ষার্থীর ছেলেদের বাথরুম ব্যবহারে নিষেধাজ্ঞা
ঢাকা, ০৪ আগস্ট, এবিনিউজ : যুক্তরাষ্ট্রে একজন হিজড়া শিক্ষার্থীর স্কুলে ছেলেদের বাথরুম ব্যবহারে একটি নির্দেশনা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই প্রথম দেশটিতে তৃতীয় লিঙ্গের মানুষদের বাথরুম ব্যবহারের আলোচনা সুপ্রিম কোর্টে গেল।
১৭ বছর বয়সী শিক্ষার্থী গেভিন গ্রিমকে এর আগে স্কুলের ছেলেদের বাথরুম ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল। এবার সেটি বিচারকদের ৫-৩ ভোটের ব্যবধানে আটকে গেল।
গ্রিম মেয়ে শিশু হিসেবে জন্ম নিয়েছিল। ভার্জিনিয়ায় তার স্কুল কর্তৃপক্ষের নীতি অনুসারে জন্ম সনদে উল্লেখিত লিঙ্গ অনুসারে বাথরুম ব্যবহারের বাধ্যবাধকতা ছিল।
গ্রিম স্কুলে ছেলেদের টয়লেট ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করে। শিক্ষার্থীদের বাথরুম ব্যবহার সংক্রান্ত নীতিমালায় ওবামা প্রশাসনের নির্দেশ, এই জনগোষ্ঠীর শিক্ষার্থীরা নিজেদের জেন্ডার অনুযায়ী বাথরুম ব্যবহার করবে। কিন্তু বেশ কয়েকটি রাজ্য এ নির্দেশনা মানতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রের অনেক এলাকাতেই জেন্ডার নিউট্রাল টয়লেট প্রচলিত আছে। তবে অনেকেই মনে করেন, তৃতীয় লিঙ্গের নাগরিকদের সাথে একসাথে টয়লেট ব্যবহার করতে দিলে নারী ও শিশুরা হামলার শিকার হতে পারে।
 
এবিএন/বৃহস্পতি-১ম/আন্তর্জাতিক/ডেস্ক/মুস্তাফিজ/সাদিক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত