logo
সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
 

পাইকগাছায় ব্লু গোল্ড এর সফলতার সভা

পাইকগাছায় ব্লু গোল্ড এর সফলতার সভা
পাইকগাছা (খুলনা), ০৩ আগস্ট, এবিনিউজ : খুলনার পাইকগাছার দেলুটির গোপীপাগলা ডব্লুএমজিতে গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী সদস্য গুরুদাস রায় এর বাড়িতে ব্লুগোল্ড ঢাকা ও খুলনার কর্মকর্তাদের সহিত ডব্লুএমজি র সদস্যদের সাথে ব্লু-গোল্ড প্রোগ্রামের সফলতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্লু-গোল্ড ঢাকার আনিস পারভেজ, খুলনা অফিসের আজিজুর রহমান, মোঃ আলম হোসেন, অমেলেন্দু বিশ্বাস, সিও কুমারেশ দাম, ডব্লুএমজির সদস্য অসীম কুমার রায় বাবলু, সভাপতি কালিপদ রায়, সম্পাদক রবীন্দ্রনাথ সরদারসহ সদস্যবৃন্দ। 
 
এবিএন/বুধ-২য়/সারাদেশ/ডেস্ক/তৃপ্তি রঞ্জন সেন/মুস্তাফিজ/ইতি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত