logo
শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
 

চলে গেলেন আরবের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী

চলে গেলেন আরবের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী

ঢাকা, ০৩ আগস্ট, এবিনিউজ :  আরবের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী আহমেদ জিওয়েইল মারা গেছেন। ফেমটোকেমিস্ট্রির ওপর গবেষণা করে ১৯৯৯ সালে নোবেল পুরস্কার পান জিওয়েইল। রসায়নের এই শাখায় অতি সূক্ষ্ম সময়ে ঘটা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। তাকেই এ ধরনের গবেষণার পথপ্রদর্শক বলা হয়ে থাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
 
গত ৪০ বছর ধরে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি’র অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করেন। শিক্ষাজীবন শেষ করার পর ১৯৮২ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।
 
তার মৃত্যুতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তিনি ছিলেন আমাদের জন্য রোল মডেল। দেশ এক সূর্য সন্তানকে হারালো। বিবিসি
 
এবিএন/বুধ-২য়/আন্তর্জাতিক/মুস্তাফিজ/মমিন

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত