logo
বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
 
  • হোম
  • সারাদেশ
  • শেরপুর পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান স্মরণে শোকসভা

শেরপুর পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান স্মরণে শোকসভা

শেরপুর পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান স্মরণে শোকসভা
শেরপুর (বগুড়া), ০৩ আগস্ট, এবিনিউজ : বগুড়ার শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম এবিএম মোস্তাফিজুর রহমান মোস্তাকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় শেরপুর পৌরসভার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব হাবিবর রহমান। এছাড়া অন্যদের মধ্যে পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, স্বাধীন কুমার কুন্ডু, আওয়ামী লীগ নেতা মুনসী সাইফুল বারী ডাবলু, অধ্যক্ষ এসএম বেলাল হোসেন, বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, সালমা ইসলাম শেফা, কমিউনিস্ট পার্টির নেতা হরিশংকর সাহা, পৌরসভার সাবেক কাউন্সিলর সুজিত তালুকদার, মোহাম্মদ আলী জিন্নাহ, ইছাহাক আলী, শিল্পী বেগম, পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, কাউন্সিলর ও সাংবাদিক নিমাই ঘোষ, রেজাউল করিম সিপ্লব, মুকুল হোসেন, জাহেদুর রহমান টুলু, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, ফিরোজ আহমেদ জুয়েল, নিহতের বাবা আলতাফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন ও গীতাপাঠের পরেই নিহতের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। এদিকে আলোচনা সভা শেষে মরহুম এবিএম মোস্তাফিজুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া করা হয়।
 
এবিএন/বুধ-২য়/সারাদেশ/ডেস্ক/শহিদুল ইসলাম/মুস্তাফিজ/ইতি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত